স্টাফ রিপোর্টার ।।
রাজধানী ঢাকায় আজ রোববার বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পৃথক সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সমাবেশ শাহবাগ মোড়ে এবং এনসিপির সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াত-শিবিরের সংস্কৃতি সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ শিরোনামের সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন এইচএসসি ও বিসিএস পরীক্ষা থাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শাহবাগ এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
দুটি রাজনৈতিক সমাবেশ ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, শাহবাগ ও টিএসসি এলাকায় অতিরিক্ত তল্লাশিচৌকি বসানো হয়েছে। এনসিপি ও ছাত্রদল উভয় দলকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে তৃতীয় কোনো পক্ষ বিশৃঙ্খলার সুযোগ নিতে না পারে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, “যেকোনো নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চলছে।”
কখন, কোথায় কী হচ্ছে
-
ছাত্রদল: দুপুর ১২টা–সন্ধ্যা ৬টা, শাহবাগ মোড়ে
আয়োজন: ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে -
এনসিপি: বেলা ৩টা–সন্ধ্যা ৬টা, কেন্দ্রীয় শহীদ মিনার
দাবি: ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের বাস্তবায়ন’ -
সাইমুম শিল্পীগোষ্ঠী: সকাল ১০টা–রাত ১০টা, সোহরাওয়ার্দী উদ্যান
অনুষ্ঠান: ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক উৎসব (১–৪ আগস্ট)
কোন পথে চলবেন
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী এলাকার আশপাশে জনসমাগমের কারণে যান চলাচল ব্যাহত হতে পারে। বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে:
- উত্তর দিক থেকে: হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এসে হেয়ার রোড বা মিন্টো রোড হয়ে যাতায়াত করুন।
- সায়েন্স ল্যাব থেকে: এলিফ্যান্ট রোড দিয়ে এসে কাঁটাবন মোড়ে ডানে বা বাঁয়ে ঘুরে নীলক্ষেত/হাতিরপুল হয়ে চলুন।
- হাইকোর্ট এলাকা: মৎস্য ভবন হয়ে হেয়ার রোড বা মনসুর আলী সরণি ব্যবহার করুন।
- কাকরাইল দিক থেকে: হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাবির দিক দিয়ে চলুন।
- দোয়েল চত্বর/নীলক্ষেত: টিএসসি ঘিরে না ঘুরে বিকল্প পথে চলাচল করুন।