শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

ভারত ৯৩ রানে অলআউট, ৩০ রানের জয় পেলো বাভুমার দক্ষিণ আফ্রিকা

১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়

by ঢাকাবার্তা
কেশব মহারাজের উদযাপন

ক্রিকইনফো ।। 

কলকাতার ইডেন গার্ডেন্সে দেড় দশক পর ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলে নিল ঐতিহাসিক টেস্ট জয়। মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত গুটিয়ে গেল ৯৩ রানে। ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা—ব্যাটে, নেতৃত্বে এবং সিদ্ধান্তে।

শেষ ইনিংসে ভারতের হাতে ছিল ৩ উইকেট, কিন্তু বাস্তবে ছিল ২টি। ঘাড়ের ব্যথায় শুবমান গিল ছিলেন হাসপাতালে। উইকেটে অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরা। রান দরকার ৪৭। এমন চাপের সময় বাভুমা ঝুঁকি নিয়ে বল তুলে দিলেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজের হাতে। বাঁহাতি ব্যাটসম্যান অক্ষরের সামনে বাঁহাতি স্পিনার—দেখতেই ঝুঁকিপূর্ণ ম্যাচআপ।

  • বাভুমার ৫৫*—ম্যাচের একমাত্র হাফ–সেঞ্চুরি
  • সাইমন হারমারের ৮ উইকেট
  • ইয়ানসেনের শুরুতে দুই ওপেনারকে ফিরিয়ে চাপ তৈরি
  • ভারতীয় ব্যাটসম্যানদের পরপর ভুল সিদ্ধান্ত
  • অক্ষরের ‘লোভে পড়া’ শটে টার্নিং পয়েন্ট
  • জাদেজা–ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সময়ে আউট

অক্ষর প্রথম চার বলেই মারলেন ২ ছক্কা, ১ চার। ধারাভাষ্যকক্ষ তখন বাভুমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু পঞ্চম বলেই ‘লোভে পড়ে’ আবার ছক্কার চেষ্টা করতে গিয়ে ক্যাচ দিলেন অক্ষর—সরাসরি বাভুমার হাতে। ঠিক পরের বলেই মোহাম্মদ সিরাজ আউট স্লিপে। ভারত অলআউট ৯৩। দক্ষিণ আফ্রিকার জয় ৩০ রানে।

চার ইনিংসে একমাত্র অর্ধশতক করেন টেম্বা বাভুমা, অপরাজিত ৫৫

চার ইনিংসে একমাত্র অর্ধশতক করেন অধিনায়ক টেম্বা বাভুমা, অপরাজিত ৫৫

এর মধ্যেই বাভুমার সবচেয়ে বড় অবদান ব্যাট হাতে। স্পিন–সহায়ক পিচে তিনি খেলেছেন ম্যাচের একমাত্র হাফ–সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৪ নম্বরে নেমে ৫৫ রানে অপরাজিত থেকে প্রোটিয়াদের সংগ্রহ ৯১/৭ থেকে বাড়িয়ে ১৫৩-তে পৌঁছে দেন। তাঁর সঙ্গে ৯ নম্বরে নামা করবিন বশ যোগ করেন মূল্যবান ২৫ রান, আর অষ্টম উইকেটে গড়েন ৪৪ রানের জুটি—যা শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়েছে।

বল হাতে দক্ষিণ আফ্রিকার মূল অস্ত্র সাইমন হারমার—ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে ৪, দ্বিতীয় ইনিংসে আরও ৪ উইকেট। ভারতের মিডল অর্ডার—ধ্রুব জুরেল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা—হারমারের সামনে টিকতে পারেননি। শুরুতে দুই ওপেনারকে ফেরান মার্কো ইয়ানসেন। পরে পার্টটাইম স্পিনার এইডেন মার্করাম আউট করেন ভারতের বড় আশা ওয়াশিংটন সুন্দরকে।

ঘার ব্যথায় মাঠের বাইরে, শেষ ইনিংসে ব্যাট করেননি অধিনায়ক শুবমান গিল

ঘার ব্যথায় মাঠের বাইরে, শেষ ইনিংসে ব্যাট করেননি অধিনায়ক শুবমান গিল

ভারতের মাটিতে এটাই প্রথম টেস্ট যেখানে চার ইনিংস মিলেও কোনো দল ২০০ রান পেরোতে পারেনি। স্পিন–সহায়ক, অনিয়মিত বাউন্স আর ল্যাটারাল মুভমেন্ট মিলে ব্যাটসম্যানদের জন্য পরিণত হয়েছিল দুঃস্বপ্নে।

এই জয়ে বাভুমা অধিনায়ক হিসেবে অপরাজিত রইলেন—১১ টেস্টে ১০ জয়, ১ ড্র। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এটাই এশিয়ায় দ্বিতীয়–সর্বনিম্ন লক্ষ্য সফলভাবে রক্ষা। ভারতের জন্য এটি ঘরের মাঠে সবচেয়ে কম লক্ষ্য তাড়া করতে নেমে হার।

এই জয়ে ১৫ বছর পর ভারতের মাটিতে প্রোটিয়ারা তাদের ছাপ রাখল, আর আরেকবার প্রমাণ দিলেন—টেম্বা বাভুমা শুধু নেতা নন, ম্যাচ–সংজ্ঞা পাল্টে দেওয়ার মানুষ।

স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা: ১৫৯ ও ১৫৩
ভারত: ১৮৯ ও ৯৩
ফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net