শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত

তবে বাংলাদেশ সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, ফজলুর রহমানের এই মন্তব্য সরকারের অবস্থান নয়।

by ঢাকাবার্তা
বাংলাদেশ বনাম ভারত

ডেস্ক রিপোর্ট ।।

আগস্টে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে সফরটি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া। পত্রিকাটির খবরে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার মন্তব্য ঘিরে ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে, যা ক্রিকেট সূচিকেও প্রভাবিত করতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখলের প্রস্তাব দেন এবং চীনের সঙ্গে সামরিক জোট গঠনের আহ্বান জানান। এই প্রেক্ষাপটে ভারতীয় দলের সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।

তবে বাংলাদেশ সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, ফজলুর রহমানের এই মন্তব্য সরকারের অবস্থান নয়। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেজর জেনারেল (অব.) ফজলুর রহমানের মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত মত, যা সরকারের নীতির প্রতিফলন ঘটায় না। সরকার এ বক্তব্য অনুমোদন করে না এবং কোনোভাবেই তা সমর্থন করে না।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাতে ফেসবুকে একটি বিবৃতিতে জানান, বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের থেকেও একই সম্মান প্রত্যাশা করে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত নয়।

ফজলুর রহমান বর্তমানে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পৃথকভাবে বলা হয়েছে, ফজলুর রহমানের বক্তব্যকে বাংলাদেশ সরকারের অবস্থান হিসেবে ব্যাখ্যা না করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net