স্টাফ রিপোর্টার ।।
পুরান ঢাকার রাজনীতিতে আলোচিত বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক সরকার দাবি করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে তাকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। পবিত্র রমজান মাসে তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়েরের বিষয়টি উল্লেখ করে তিনি এক ফেসবুক পোস্টে বলেন, এটি প্রতিপক্ষের কৌশল।
তিনি জানান, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে ৩৬৫টি মামলা হয়েছে এবং প্রায় ১০ বছর বিভিন্ন সময়ে কারাবন্দী ছিলেন। তার ভাই বিএনপি নেতা ইয়াকুব সরকারের বিরুদ্ধেও ২০০টির বেশি মামলা রয়েছে, আর ছোট ভাই ইসমাইল সরকার, যিনি রাজনৈতিকভাবে সক্রিয় নন, তাকেও ৭০টি মামলার আসামি করা হয়েছে।
ঢাকা-৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কারণে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলে ইসহাক সরকার অভিযোগ করেন। তিনি দাবি করেন, একটি ইলেকট্রনিক মিডিয়া তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সাজানো তথ্য প্রচার করেছে। একইসঙ্গে চকবাজার থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে, যা পুলিশ নিতে অস্বীকৃতি জানালেও বিভিন্ন মাধ্যম থেকে চাপ প্রয়োগ করে মামলা গ্রহণ করানো হয়েছে।
তিনি আরও জানান, পুরান ঢাকায় একটি লিজকৃত সম্পত্তি, যা একসময় আওয়ামী লীগ নেতা হাজী সেলিম দখল করেছিল, সেটি তিনি পুনরুদ্ধার করেন এবং এর আয়ে তিনি দলের নিখোঁজ-নিহত নেতাকর্মীদের পরিবারকে সহায়তা করেন। কিন্তু সম্প্রতি একদল সন্ত্রাসী সেই সম্পত্তি দখল করার চেষ্টা করলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। তার অভিযোগ, সন্ত্রাসীরা নিজেরাই আহত হয়ে উল্টো তার বিরুদ্ধে মামলা করেছে।
তিনি তার ফেসবুক পোস্টে বলেন, “আমি সারাজীবন জনগণের ভালোবাসার বন্ধনে থেকেই রাজনীতি করেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিচার আমি আল্লাহ ও দেশের জনগণের কাছে ছেড়ে দিলাম।”
রাজনৈতিক অঙ্গনে ইসহাক সরকারের এই অভিযোগ এবং তার বিরুদ্ধে মামলার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।