বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

এ বছরের জুলাই-আগস্টে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব: মির্জা ফখরুল

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের জুলাই-আগস্টে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর আর ভোট বিলম্বিত করার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “ভোট যতই বিলম্বিত হচ্ছে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে।”

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো প্রশ্নই আসে না বলেও উল্লেখ করেন তিনি।

তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে উল্লেখ করে বিএনপির মহাসচিব জানান, শুরু হওয়া বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net