সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

ট্রাইব্যুনাল থেকে কারাগারে কামরুল ইসলাম

by ঢাকাবার্তা
ট্রাইবুনাল প্রাঙ্গণে কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার ।। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে প্রিজন ভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয় এবং সেখান থেকে তাকে বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়।

বেলা ১১টা ৪৫ মিনিটে শুনানির শুরুতে প্রসিকিউশন পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার নির্দেশ দেন। আগামী ১৮ ডিসেম্বর তাকে আবার ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।

ট্রাইবুনাল প্রাঙ্গণে কামরুল ইসলাম

ট্রাইবুনাল প্রাঙ্গণে কামরুল ইসলাম

মূল তথ্য:

  • অভিযোগ: মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা।
  • শুনানি পরিচালনা: প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মোনাওয়ার হোসেন।
  • পরবর্তী শুনানি: ১৮ ডিসেম্বর ২০২৪।

এ মামলায় আরও তথ্য সংগ্রহে তদন্ত চলছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net