রবিবার, আগস্ট ৩, ২০২৫

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

দীর্ঘ ১৩ বছর পর বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দেশে ফিরেছেন। শনিবার দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে কায়কোবাদের আগমনে দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনার ফিরে আসা নতুন অধ্যায় সূচিত করবে’— এমন বক্তব্য তুলে ধরে বিএনপির নেতারা তাকে শুভেচ্ছা জানান।

২০১১ সালে একাধিক মামলার প্রেক্ষিতে তিনি দেশ ত্যাগ করেন। এর মধ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দীর্ঘদিন তিনি সৌদি আরব ও তুরস্কসহ বিভিন্ন দেশে অবস্থান করছিলেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

বিএনপি মনে করছে, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব সংগঠনকে আরো শক্তিশালী করবে। দেশে ফিরে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘দেশ ও দলের জন্য কাজ করতে ফিরে এসেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে সম্পৃক্ত করব।’

বিএনপির আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছেন দলের নেতারা। আগামী নির্বাচন ও আন্দোলনে তার ভূমিকা কী হবে, তা নিয়ে কুমিল্লা-৩ আসনসহ দলীয় মহলকে উচ্ছসিত দেখা গেছে।

রাজনৈতিক নেতৃস্থানীয়রা মনে করেন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের দেশে ফেরার বিষয়টি বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা দল ও দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net