রবিবার, মার্চ ১৬, ২০২৫

মাহফিলের মাইক প্যান্ডেলের ভেতরেই রাখুন : আজহারী

by ঢাকাবার্তা
মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্ট ।।

প্রখ্যাত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী সম্প্রতি তার ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা তাফসির মাহফিল আয়োজনের প্রাসঙ্গিকতা ও সামাজিক প্রভাব নিয়ে চিন্তাশীল হতে উদ্বুদ্ধ করে। তার বক্তব্যে বিশেষ করে শহরের পরিবেশে রাতভর মাইক ব্যবহারের কারণে সাধারণ মানুষের কষ্ট এবং ইসলামি অনুষ্ঠানগুলোকে বিতর্কিত হওয়ার সম্ভাবনার বিষয়ে সতর্কতা তুলে ধরা হয়েছে। সমাজে ইসলামের সৌন্দর্য ও আবেদন ধরে রাখতে তিনি শ্রদ্ধাশীল ও সচেতন আয়োজনের আহ্বান জানিয়েছেন। নিচে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন।

সিলেটের এমসি কলেম মাঠে আজহারী

সিলেটের এমসি কলেজ মাঠে আজহারী

বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর-দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে— অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেয়া আমাদের জন্য উচিত নয়। আর তাদেরকে এ আলোচনা শুনতে বাধ্য করার অধিকারই আমাদের কে দিয়েছে?

এভাবে চলতে থাকলে, চিরায়ত এই দ্বীনি ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামি প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন।

আমাদের কোন আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব‍্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, তার পুরো দায়ভার আমাদের, ইসলাম ধর্মের নয়। ইসলাম চির-সুন্দর, চির-আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net