ডেস্ক রিপোর্ট ।।
চলতি বছরের আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল বিরাট কোহলিদের। সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হচ্ছে না। ভারত সরকারের অনুমতি না পাওয়ায় সফর পিছিয়ে গেছে। শনিবার বিসিবি ও বিসিসিআই যৌথভাবে নিশ্চিত করেছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে এই সিরিজটি আয়োজনের বিষয়ে দুই বোর্ড একমত হয়েছে।
বিসিবির পাঠানো এক ইমেইল বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনার পর দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সিদ্ধান্তে পৌঁছেছে। সিরিজের নির্দিষ্ট সূচি পরে জানানো হবে।
চলতি বছরের এপ্রিলেই ঘোষণা করা হয়েছিল ১৩ আগস্ট ঢাকায় এসে ১৭ আগস্ট প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা রোহিত শর্মাদের। তবে ভারত সরকারের সবুজ সংকেত না মেলায় বিসিসিআই সিদ্ধান্ত নিতে পারছিল না। একপর্যায়ে তারা ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়। কিন্তু ওই সময় বিসিবির পক্ষে সিরিজ আয়োজন সম্ভব নয় বলে জানানো হয়—ডিসেম্বরে বিপিএল, আর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায়।
ভারত সরকারের পক্ষ থেকে সফরের অনুমতি না দেওয়ার কারণ হিসেবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক টানাপড়েন নিয়ে উদ্বেগ ছিল দিল্লির। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়, শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের ‘বিরূপ মনোভাব’ সফরটি পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ।
এর ফলে চলতি বছরের ভারত সফর নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল, তা শেষ পর্যন্ত সত্যি হয়েছে। তবে সিরিজটি বাতিল হয়নি—২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য সফরে আসবে ভারত, এমনটাই নিশ্চিত করেছে বিসিবি ও বিসিসিআই।