ক্রিকইনফো ।।
ত্রিদেশীয় নারী ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত। ভারতের ৩৪২ রানের ইনিংস ছিল শ্রীলঙ্কার মাটিতে নারীদের সর্বোচ্চ ওয়ানডে স্কোর এবং ফরম্যাটে ভারতের চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ। সেই পাহাড়সম স্কোরের জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২৪৫ রানে।
স্মৃতি মান্ধানা খেলেছেন দুর্দান্ত এক ইনিংস — ৯২ বলে ১১৬ রান, যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম। প্রথম উইকেটে প্রতীকা রাওয়াল ও দ্বিতীয় উইকেটে হারলিন দেওল–এর সঙ্গে যথাক্রমে ৭০ ও ১২০ রানের জুটি গড়েন তিনি। শেষ দশ ওভারে ভারত তোলে ৯০ রান, ইনিংসটা গিয়ে থামে ৩৪২/৭-এ।
দিওল করেন ৪৭, জেমাইমা রদ্রিগেজ ৪৪ ও হরমনপ্রীত ৪২ রান। শেষদিকে দীপ্তি শর্মা ১৪ বলে ২০ রানে ইনিংসের টাচ-আপ দেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা — অমানজোত কৌর তৃতীয় বলেই বোল্ড করেন হাসিনি পেরেরাকে। এরপর তিনটি ফিফটি পার্টনারশিপ গড়লেও, ভারতের নিরবচ্ছিন্ন চাপের সামনে তা টিকেনি।
চামারি আতাপাত্তু ৫১ রান করেন, কিন্তু তার ব্যাটিংয়ে ছিল না সেই ধারাবাহিকতা। এক পর্যায়ে রান তোলার তাগিদে বাড়তি চাপ নিয়ে ফেলেন তিনি, এবং স্নেহ রানার এক দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন।
রানার অফস্পিন ছোবলে লঙ্কান ব্যাটিং ভেঙে পড়ে — ১০ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা বোলার।
অমানজোত কৌরও তার পেসে নেন ৩ উইকেট।
নিলাক্ষিকা (৪৮) ও সামারাবিক্রমা (২৬) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। এক পর্যায়ে শেষ উইকেট জুটিতে সঞ্জীবনী ও কুমারী ৫৩ বলে ৪৭ রান যোগ করলেও তা ছিল শুধুই আনুষ্ঠানিকতা।
ভারত শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে। যদিও রাওয়াল তৃতীয় বলেই আউট হতে পারতেন, কিন্তু ক্যাচ ফসকে যায়। মান্ধানা পরে সুযোগ পেয়েও টিকে যান এবং দুর্দান্ত ছন্দে ফিরিয়ে দেন লঙ্কান বোলারদের। বিশেষ করে আতাপাত্তুর বল সামনেই চার ছক্কায় তার রান আসে ৩৩ বলে ৩৩ রান।
ভীহাঙ্গার এক ওভারে টানা চারটি সুইপ করে চার মারেন মান্ধানা — তৃতীয় চারে পূর্ণ করেন শতক। তিনি আউট হওয়ার পরে রানে গতি কমেনি। হারলিন দিওল, হরমনপ্রীত ও রদ্রিগস সবাই বড় শট খেলেছেন, লঙ্কান বোলারদের কোনোভাবেই থামানো যায়নি।
অমানজোত কৌরের আঘাতে শুরুটা হয়, কিন্তু মূল ধাক্কাটা দেন স্নেহ রানা। আতাপাত্তুকে বোল্ড করার পর তার টার্ন আর লাইন বুঝতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। শেষদিকে রান আউট ও রানা–কৌরের যুগল আক্রমণে ৪৬তম ওভারেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
ম্যাচসারাংশ:
ভারত: ৩৪২/৭ (৫০ ওভার)
স্মৃতি মান্ধানা ১১৬, দিওল ৪৭, রদ্রিগেজ ৪৪
কুমারী ২/৫৯
শ্রীলঙ্কা: ২৪৫ অলআউট (৪৬.৩ ওভার)
আতাপাত্তু ৫১, নিলাক্ষিকা ৪৮
স্নেহ রানা ৪/৩৮, অমানজোত কৌর ৩/৫৪
📌 ফল: ভারত জয়ী ৯৭ রানে
📌 সিরিজ শিরোপা: ভারত
📌 সিরিজ সেরা: স্মৃতি মান্ধানা