বুম বাংলাদেশ ফেসবুকের ফ্যাক্ট চেক পার্টনার হিসেবে ২০২৩ সালে বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর খবর নিয়ে কাজ করেছে। ২০২৩ সালে বাংলাদেশে বিভ্রান্তিকর ও ভুয়া খবর প্রচার করা বিভিন্ন গণমাধ্যমের তালিকা এবং তাদের ভূমিকা নিম্নরূপ:
সময় টিভি – সর্বোচ্চ ৯টি ভুয়া খবর প্রচার করে শীর্ষে রয়েছে।
আরটিভি – ৭টি ভুয়া খবর প্রচার করে দ্বিতীয় অবস্থানে।
বাংলানিউজ২৪ – ৬টি ভুয়া খবর প্রচার করে তৃতীয়।
ঢাকা পোস্ট, আজকের পত্রিকা, সমকাল, আমাদের সময়, দৈনিক ইত্তেফাক – প্রত্যেকে ৫টি করে ভুয়া খবর প্রচার করেছে।
চ্যানেল ২৪, কালের কণ্ঠ, যুগান্তর, বাংলা ট্রিবিউন, প্রথম আলো – প্রত্যেকে ৪টি করে ভুয়া খবর প্রচার করেছে।
রাইজিং বিডি, ডিবিসি নিউজ, বিডিনিউজ২৪, জাগোনিউজ২৪, জুম বাংলা, ডেইলি বাংলাদেশ, যমুনা টিভি, একাত্তর টিভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন – প্রত্যেকে ৩টি করে ভুয়া খবর প্রচার করেছে।
বাংলাদেশ জার্নাল, চ্যানেল আই, নাগরিক টিভি, ইনকিলাব, নয়া দিগন্ত, মানবকণ্ঠ, কালবেলা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, নিউজ ২৪, মানবজমিন, বাংলা ভিশন, সংবাদ প্রকাশ, সারাবাংলা ডট নেট – প্রত্যেকে ২টি করে ভুয়া খবর প্রচার করেছে।
নয়া শতাব্দী, প্রতিদিনের বাংলাদেশ, এনটিভি, বৈশাখী টিভি, দৈনিক আমাদের সময়, সাম্প্রতিক দেশকাল, ঢাকা মেইল, দেশ টিভি, নিউ ন্যাশন, সময়ের আলো, বাংলাদেশ টুডে, ভোরের কাগজ, নিউজবাংলা, দৈনিক বাংলা, যায়যায়দিন, দৈনিক সংগ্রাম, ভোরের ডাক, বায়ান্ন টিভি, বিবিএস বাংলা – প্রত্যেকে ১টি করে ভুয়া খবর প্রচার করেছে।