শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

নওয়াজের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের দাপুটে জয়

by ঢাকাবার্তা

ডেস্ক রিপোর্ট ।।

হাসান নওয়াজের ঝড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে টিকে রইলো পাকিস্তান। ২০৫ রানের লক্ষ্য তারা মাত্র ১৬ ওভারেই টপকে নেয়, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ২০০-প্লাস রান তাড়া করার রেকর্ড।

নওয়াজের রেকর্ড গড়া ইনিংস

প্রথম দুই আন্তর্জাতিক ইনিংসে শূন্য রানে ফেরার পর, তৃতীয় ম্যাচেই বাজিমাত করলেন হাসান নওয়াজ। মাত্র ৪৪ বলে পাকিস্তানের ইতিহাসে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকান তিনি। ১০টি চার ও ৭টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে সালমান আগা (৫১*) ১৩৩ রানের অপরাজিত জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন।

নিউজিল্যান্ডের ইনিংস: চ্যাপম্যানের লড়াই

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২০৪ রানে অলআউট হয়। মার্ক চ্যাপম্যান ৪৪ বলে ৯৪ রান করে দলের ভরসা ছিলেন। তবে পাকিস্তানি বোলারদের দাপটে শেষদিকে ধসে পড়ে কিউই ব্যাটিং লাইনআপ। হারিস রউফ ৩ উইকেট নেন, আর শাহিন আফ্রিদি ও আবরার আহমেদ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করেন।

পাকিস্তানের উড়ন্ত শুরু

মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজের ৩৫ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে পাকিস্তান। হারিস ২০ বলে ৪১ রানের ক্যামিও খেলে আউট হলেও, নওয়াজ থামেননি। নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

নওয়াজের দাপট, আগার সংযম

নওয়াজের বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি আগার বুদ্ধিদীপ্ত ব্যাটিং পাকিস্তানের জয় সহজ করে দেয়। শেষ ৪ ওভারে ৬৫ রান তুলে সহজেই ম্যাচ শেষ করে পাকিস্তান। নওয়াজ শেষ ওভারের আগের বলেই সেঞ্চুরি পূর্ণ করেন এবং পাকিস্তান ২৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়।

এই জয়ে সফররত পাকিস্তান ৫ ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে টিকে থাকলো।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net