রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

সিন্ডিকেট ও স্বজনপ্রীতি মেনে নেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী আজ (বুধবার) দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত ছিলেন। সাক্ষাতে চলমান সংকটসহ জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।

ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। যদি স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমাণ পাওয়া যায়, তবে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ারের আগে দলের সংকট নিয়ে আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সিন্ডিকেট ও স্বজনপ্রীতির অভিযোগ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, “ফেডারেশনে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। যোগ্য খেলোয়াড়েরা স্বাভাবিকভাবেই সুযোগ পাবে।” তিনি ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে বলেন, “ওকে আমরা বাদ দেইনি, বরং আরও সময় দিতে চেয়েছি। জুনের ম্যাচেই হয়তো তাকে মাঠে দেখা যাবে। সমর্থকদের হতাশ হওয়ার কারণ নেই।”

হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে বলেন, “বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নিতে আমি আপ্রাণ চেষ্টা করবো।” ক্রীড়া উপদেষ্টা হামজার অন্তর্ভুক্তিকে দলের জন্য ইতিবাচক উল্লেখ করে বলেন, “ওর উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।”

ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে দলের জন্য শুভকামনা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ফুটবলে কোনো সংকট থাকলে তা দ্রুত সমাধান করতে হবে এবং বাফুফেকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net