স্টাফ রিপোর্টার ।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আসন্ন ইংরেজি নববর্ষ-২০২৫ উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদে করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এতে বিশেষভাবে আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো এবং যেকোনো ধরনের বিস্ফোরক ব্যবহার নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে পুলিশ নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ইমরানুল ইসলাম (২৪) এবং শাওন (১৮)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১৩ কার্টুন অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক।

১৩ কার্টুন অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার
ডিবি-লালবাগ বিভাগের একাধিক টিম বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) সকালে উত্তরা-পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানটি গোপন তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়, যেখানে জানা যায় কিছু ব্যক্তি অবৈধ আতশবাজি ও বিস্ফোরক কেনা-বেচা করতে অবস্থান করছে। পুলিশ উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তাদের আটক করা হয়, আর ২-৩ জন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ এবং পরিবহনের সঙ্গে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে এসব সরবরাহ করে ঢাকায় নিয়ে আসছিল।
উত্তরা পূর্ব থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।