সোমবার, মার্চ ১৭, ২০২৫

হাজারীবাগে পানির জন্য হাহাকার

by ঢাকাবার্তা
হাজারীবাগ পানির পাম্প। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

হাজারীবাগ পার্ক ও তার আশপাশের এলাকায় পানির তীব্র সংকটের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সপ্তাহখানেক ধরে তাদের এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বাসিন্দারা জানিয়েছেন, পানির জন্য ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন টিউবওয়েল ও অন্য এলাকার পানির পাম্পে দীর্ঘ লাইন ধরতে হচ্ছে। অনেক সময় পর্যাপ্ত পানি না পাওয়ায় তাদের খালি হাতে বাড়ি ফিরতে হয়। কোনো কোনো বাড়িওয়ালা নিজেরা অথবা ভাড়াটিয়াদের কাছ থেকে চাঁদা তুলে ওয়াসার পানির গাড়ি দিয়ে পানি কিনে আনছেন। মাত্র এক গাড়ি পানির দামই ৬০০ টাকা। এভাবে মাত্রাতিরিক্ত দামে পানি কিনেও পোষানো যাচ্ছে না। এ সংকট থেকে উত্তরণের জন্য স্থানীয়রা বারবার ওয়াসার দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু কোনো সমাধান মেলেনি।

অনেকে পরিবারকে আত্মীয়স্বজনের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। অনেকে বোতলজাত পানি ক্রয় করে কাজ চালাচ্ছেন। যাদের ধারেকাছে স্বজন নেই বা স্বজনের বাড়ি গিয়ে টানা কয়েকদিন থাকার ব্যবস্থাও নেই তারা আছেন মহাবিপদে। আর যারা বোতলজাত পানি কেনার সামর্থ্যহীন, তারা একপ্রকার অসহায় জীবনযাপন করছেন।

পানি সংকটের কারণে বাসিন্দারা রান্নাবান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা করতে পারছেন না। শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ পর্যন্ত প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সংকটকাল জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, “আমরা দিনের পর দিন পানির অভাবে কষ্ট পাচ্ছি। সমস্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। এই সংকট কবে সমাধান হবে, তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।”

স্থানীয় জনপ্রতিনিধি এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বাসিন্দারা। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং এলাকাবাসীকে স্বস্তি দেবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net