ডেস্ক রিপোর্ট ।।
এশিয়া কাপের সুপার ফোরে জমল না পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচ। টসে জিতে আগে ব্যাট করে লঙ্কানরা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল মাত্র ১৩৩ রান। জবাবে ১৮তম ওভারের শেষ বলেই বিশাল ছক্কা মেরে পাকিস্তানকে ৫ উইকেটে জয় এনে দেন মোহাম্মদ নওয়াজ। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন হুসেইন তালাত।
শুরুটা ভালো করলেও মাঝপথে হঠাৎই বিপদে পড়ে পাকিস্তান। ১০ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৮০ রানে ৫ উইকেট হারানো দলকে উদ্ধার করেন নওয়াজ ও তালাত। ষষ্ঠ উইকেটে তাঁদের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি পাকিস্তানকে নিশ্চিত করে জয়ের বন্দরে। নেওয়াজ ২৪ বলে ৩৮* আর তালাত ৩০ বলে ৩২* রান করেন। ম্যাচসেরা হয়েছেন তালাত।
শ্রীলঙ্কার পক্ষে কামিন্দু মেন্ডিস একাই লড়েছেন। ৪৩ বলে ৫০ রান করেন তিনি। তবে অন্যরা ছিলেন ব্যর্থ। শাহিন আফ্রিদি ৩ উইকেট, হুসেইন তালাত ও হারিস রউফ নেন ২টি করে উইকেট।
এই জয়ে নেট রান রেটে বাংলাদেশকে টপকে সুপার ফোরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। ফলে ফাইনালে ওঠার আশা উজ্জ্বল হলো বাবরবিহীন দলটির। অন্যদিকে, হারের পর শ্রীলঙ্কার সামনে দাঁড়িয়েছে বড় হিসাব–নিকাশের চাপ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৩/৮ (কামিন্দু ৫০, আফ্রিদি ৩/২৮)
পাকিস্তান: ১৮ ওভারে ১৩৮/৫ (নেওয়াজ ৩৮*, তালাত ৩২*, তিকশানা ২/২৪)
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।