স্টাফ রিপোর্টার ।।
দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন ও তাঁদের ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব। রোববার (১৮ মে) দুপুরে টিজি–৩২২ ফ্লাইটে তাঁরা ঢাকা ছাড়েন।
- ইমিগ্রেশনে বাধা: ১৩ মে (মঙ্গলবার) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ শাইরা শারমিনকে থাইল্যান্ড যেতে দিতে অস্বীকৃতি জানায়। কারণ হিসেবে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ক্লিয়ারেন্স না–থাকার কথা বলা হয়।
- পরিবারিক পরিচয়ই জটিলতা? শাইরা শারমিন শেখ পরিবারের সদস্য—আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শেখ হেলালের কন্যা এবং বর্তমান সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। ধারণা করা হচ্ছে, শেখ পরিবারের সদস্যদের বিদেশযাত্রার জন্য আলাদাভাবে এসবি অনুমোদনের নতুন নিয়মের কারণেই এই জটিলতা তৈরি হয়েছিল।
- রাজনৈতিক প্রেক্ষাপট: শাইরা শারমিন একসময় বিএনপির প্রতীকে (ধানের শীষ) নির্বাচন করায় এবং স্বামী আন্দালিব রহমান পার্থ বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।
- আইনি পদক্ষেপের ঘোষণা: ঘটনার পর পার্থ জানান, তিনি আইনগত পথে সমাধান খুঁজছেন এবং “আইনের মানুষ” হিসেবে সব প্রক্রিয়া অনুসরণ করে স্ত্রী ও কন্যার চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
- সফরের সফল সমাপ্তি: সব প্রয়োজনীয় অনুমতি সম্পন্ন করে ১৮ মে দুপুরে তাঁরা ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন এবং স্থানীয় সময় বিকেলে নিরাপদে পৌঁছান।
শেখ শাইরা শারমিন ও তাঁর কন্যার বিদেশযাত্রা–সংক্রান্ত জটিলতা অবশেষে কাটল এসবির ক্লিয়ারেন্স জোগাড়ের মাধ্যমে। রাজনৈতিক ও পারিবারিক পরিচয়ের কারণে সৃষ্টি হওয়া এই বাধা পেরিয়ে তাঁরা এখন চিকিৎসা গ্রহণের পথেই আছেন। ঘটনাটি আবারও স্মরণ করিয়ে দিল—উচ্চপর্যায়ের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রশাসনিক কড়াকড়ি ও আইনি প্রক্রিয়া মেনে চলা কতটা জরুরি।