বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

পাটোয়ারীকে যুবদল সভাপতির হুঁশিয়ারি, ঈদ উপলক্ষে কর্মসূচিতে বিরতি দিলেন ইশরাক

by ঢাকাবার্তা
মোনায়েম মুন্না, নাসির উদ্দিন পাটোয়ারী ও ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। অন্যদিকে, কোরবানির ঈদ সামনে রেখে নগর ভবন ঘেরাও কর্মসূচিতে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

রবিবার (১ জুন) ফেসবুক স্ট্যাটাসে আব্দুল মোনায়েম মুন্না লিখেছেন, “মিস্টার পাটোয়ারী, শিষ্টাচার বহির্ভূত বাক্য বলা বন্ধ করুন। সীমা অতিক্রম করবেন না।”

এর আগের দিন, শনিবার (৩১ মে) গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে নাম উল্লেখ না করে বিএনপির বিরুদ্ধে কটাক্ষ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন চাওয়া মানে রাষ্ট্রকে অস্থিতিশীল করা, এ হুমকি তরুণরা মানবে না।” পাশাপাশি ইশরাক হোসেনের প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। ক্ষমতার লোভে ‘বেহুঁশ’ হয়ে থাকা রাজনীতিবিদদের হুশে ফেরারও আহ্বান জানান পাটোয়ারী।

পাটোয়ারীর এসব বক্তব্যের জবাব হিসেবেই সরাসরি তাঁকে উদ্দেশ করে ফেসবুকে প্রতিক্রিয়া দেন যুবদল সভাপতি।

এদিকে, ঈদুল আজহার আগে জনভোগান্তি কমাতে চলমান অবরোধ কর্মসূচিতে শিথিলতা আনার ঘোষণা দিয়েছেন বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির মেয়রপদে আদালত কর্তৃক পুনর্বহালপ্রাপ্ত নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (৩ জুন) নগর ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “ঈদের ছুটির পরও যদি শপথের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা না আসে, তাহলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার আদায় করব।”

তিনি আরও বলেন, “নিয়মতান্ত্রিক ধারার বাইরে গিয়ে যদি নিজেই শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করি, তাহলে দুই মিনিটও লাগবে না।” তবে বাজে নজির তৈরি না করতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ধৈর্য ধরার কথাও জানান তিনি।

গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিলেন ইশরাকের সমর্থকেরা। এতে মূল ভবনের ফটকে তালা পড়ায় ১৫ মে থেকে নাগরিক সেবা বন্ধ হয়ে যায়। নগর ভবনের নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন ইশরাক।

তিনি বলেন, “সরকার সংবিধান লঙ্ঘন করেছে, আদালতের আদেশ মানেনি। আমরা চাই, নগর ভবন ঢাকাবাসীর প্রতিনিধিদের মাধ্যমেই চলুক—বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে নয়।”

পটভূমি হিসেবে উল্লেখযোগ্য যে, আদালতের আদেশে মেয়রপদে পুনর্বহাল হওয়ার পরও সরকার ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেয়নি। সেই প্রেক্ষাপটেই শুরু হয় এই আন্দোলন, যার মধ্যেই এনসিপি নেতা পাটোয়ারীর বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ে।

গতকাল বিকেলে (৩ জুন) আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পাটোয়ারি। লিখেছেন— ‘দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি নগর ভবনের সামনে যাতে কোনো প্রকার মব সন্ত্রাস না হয়’।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net