ডেস্ক রিপোর্ট ।।
রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। একদিন আগেই একই কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টসও হয়নি।
দুই দলই আগের দুই ম্যাচে হেরে আগেই ছিটকে গিয়েছিল, ফলে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল একটি বিষয়—হারলে দলকে শূন্য হাতে ফিরতে হতো।

স্পিন বোলিং কোচের সঙ্গে নাহিদ রানা ও জাকের আলী
বৃষ্টির কারণে সে শঙ্কা আর থাকল না। বাংলাদেশ ও পাকিস্তান দু’দলই এক পয়েন্ট করে পেল। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপের তৃতীয় স্থানে থাকল বাংলাদেশ।
এখন সপ্তম স্থানে থাকা বাংলাদেশের চূড়ান্ত অবস্থান নির্ভর করছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ওপর। দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারলে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে শেষ করবে বাংলাদেশ।