শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

মোহাম্মদপুরে ছিনতাই-ডাকাতির সাম্প্রতিক কিছু ঘটনা

by ঢাকাবার্তা
মোহাম্মদপুরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পোশাকে ডাকাতির এ ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্টাফ রিপোর্টার ।। 

মোহাম্মদপুরে সাম্প্রতিক সময়ে আলোচিত ডাকাতির ঘটনা ঘটে ১১ অক্টোবর। সেদিন রাত সোয়া তিনটার দিকে তিন রাস্তার মোড়ে বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ও কার্যালয়ে ডাকাতি হয়। সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরা ডাকাতেরা নিজেদের যৌথ বাহিনী বলে পরিচয় দেয়। তারা ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করে বলে গৃহকর্তা ও পুলিশ সূত্র জানায়।

ডাকাতির ঘটনায় র‍্যাবের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও জড়িত বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্র বলছে, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা র‍্যাব সদর দপ্তরের একটি শাখার প্রধান ছিলেন। এ ছাড়া এই ডাকাতির ঘটনায় র‍্যাব–৪–এ কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের (নন–কমিশন্ড) নাম এসেছে। তাঁদের বিষয়ে র‌্যাব ও সেনাবাহিনীর পক্ষ থেকেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। এই ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।

ছিনতাইয়ের এ ঘটনায় হতবিহ্বল মোহাম্মদপুরবাসী

ছিনতাইয়ের এ ঘটনায় হতবিহ্বল মোহাম্মদপুরবাসী

৫৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় এক তরুণী হেঁটে যাচ্ছেন। এক তরুণ এসে তাঁর গতিরোধ করে। এরপর আরও তিনজন এসে ওই তরুণীকে টানাহেঁচড়া করতে থাকে, তাঁর কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

১০ অক্টোবর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় রবিউল ইসলাম (৩৫) নামে এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net