রবিবার, আগস্ট ৩, ২০২৫

ভোট-ভাতের অধিকার আদায়ে আবার রাস্তায় নামতে হবে : মির্জা ফখরুল

by ঢাকাবার্তা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও প্রতিনিধি ।। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক জনসভায় জনগণকে আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা যদি সত্যিকারের পরিবর্তন চান, তাহলে ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য আগের মতো ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, বিএনপি এমন একটি নির্বাচন চায়, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি আরও যোগ করেন, নতুন সরকারব্যবস্থা দুর্নীতি, চুরিচামারি, ঘুষ ও দখলদারি বন্ধ করবে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনে সারা দেশে ৬০ লাখ মামলা ও ৭০০ জনের গুমের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আয়নাঘর’ নামক একটি স্থান তৈরি করে সেখানে মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে।

মির্জা ফখরুল দাবি করেন, শেখ হাসিনা অনেক অন্যায়ের কারণে পালাতে বাধ্য হয়েছেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপির ১৫ বছরের লড়াইয়ের কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও তিনি বাহবা দেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ৫৩ বছরের স্বাধীনতার পরেও একটি সুষ্ঠু ব্যবস্থা তৈরি হয়নি। আজ সমাজ বদলের সুযোগ এসেছে, যা সবাইকে কাজে লাগাতে হবে।

বেগম খালেদা জিয়ার “ভিশন বাংলাদেশ টুয়েন্টি-থার্টি” এবং তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবের উল্লেখ করে তিনি বলেন, ভারসাম্যপূর্ণ সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

মির্জা ফখরুল সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ টেনে বলেন, বাংলাদেশে ধর্মীয় ভিন্নতা থাকলেও পূজা ও ঈদে সবাই একে অপরের সঙ্গে যোগ দেয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অন্যান্য নেতারা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net