রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

ডিবি প্রধানের পদ খোয়ালেন রেজাউল করিম মল্লিক

by ঢাকাবার্তা
রেজাউল করিম মল্লিক

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, প্রশাসনিক প্রয়োজনে তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

সম্প্রতি ডিবি পুলিশের হাতে মডেল মেঘনা আলমের গ্রেপ্তার ও তাকে কারাগারে পাঠানো নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন, মেঘনাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করা হয়েছে। এর কয়েক দিনের মধ্যেই ডিবি প্রধানের এই বদলির আদেশ এল।

মেঘনা আলম

মেঘনা আলম

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে তিনি সিআইডি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তিনি ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net