শনিবার, আগস্ট ২, ২০২৫

শহীদ আবু সাঈদের বাবা ঢাকার সিএমএইচে ভর্তি

by ঢাকাবার্তা
আবু সাঈদের বাবা মকবুল হোসেন। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে সিএমএইচের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন জানান, মকবুল হোসেন ডায়রিয়া আক্রান্ত হয়ে চার দিন আগে রংপুর সিএমএইচে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সোমবার রাতে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, মকবুল হোসেনের শারীরিক অবস্থায় নানা জটিলতা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই হত্যাকাণ্ড কোটা সংস্কার আন্দোলনকে আরও তীব্র করে তোলে। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ওই বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

গত ২৮ নভেম্বর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ মকবুল হোসেনের হাতে তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net