ডেস্ক রিপোর্ট ।।
ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোট শারজায় (Sharjah) আফগানিস্তানের (Afghanistan) বিপক্ষে আজকের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto) ।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো।
গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক শান্তর। ব্যাট হাতে করেছেন ১১৯ বলে ৭৬ রান, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। কিন্তু সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাঁকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।
এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, শান্তর কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)।
শুধু শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেই নয়, কুঁচকির এই চোটে হয়তো বাংলাদেশ অধিনায়ক মাঠের বাইরে চলে গেলেন কয়েক সপ্তাহের জন্যই। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু টেস্ট সিরিজে খেলাও আপাতত অনিশ্চিত শান্তর। অন্তত প্রথম টেস্টটা যে তিনি খেলতে পারছেন না, সেটি মোটামুটি নিশ্চিত। কারণ পুরোপুরি সুস্থ না হয়ে খেলতে নামলে চোটের অবস্থা আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা থাকবে।
শারজায় আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর হারাতে হয়েছে মুশফিকুর রহিমকে (Mushfiqur Rahim)। আঙুলের চোট সিরিজের পরের দুই ওয়ানডে থেকে তো বটেই, অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।
মুশফিকের পর শান্ত— ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজের আগে তিন ওয়ানডের ছোট্ট আফগানিস্তান সিরিজে একটু বেশিই বোধ হয় মূল্য দিতে হলো বাংলাদেশ দলকে।