স্টাফ রিপোর্টার ।।
চেক ডিজঅনার মামলায় বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার এবং মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৮ জানুয়ারি আসামিদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৫ ডিসেম্বর, আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত এই নির্দেশ জারি করেন।
মামলায় সাকিব আল হাসান ছাড়াও অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগম আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেড ব্যবসায়িক কার্যক্রমের জন্য বিভিন্ন সময়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। এই ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটি দুটি চেক ইস্যু করে। কিন্তু চেকগুলো নগদায়ন করতে গেলে পর্যাপ্ত অর্থের অভাবে তা ডিজঅনার হয়। ডিজঅনার হওয়া চেকগুলোর মোট অর্থের পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা।
সাকিব আল হাসান একজন আন্তর্জাতিক ক্রিকেট তারকা হলেও, ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। এর আগেও তাঁর বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে বিতর্ক দেখা দিয়েছে। তবে চেক ডিজঅনারের ঘটনায় সরাসরি আইনি প্রক্রিয়ায় তাঁর জড়িত হওয়া একটি গুরুতর বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই মামলার ফলে সাকিবের ব্যবসায়িক খ্যাতি এবং সামাজিক অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে। বিষয়টি নিয়ে ক্রিকেট মহল ও সাধারণ মানুষের মধ্যেও আলোচনা চলছে।