রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ঢাকার আকাশে রোদের হাসি

by ঢাকাবার্তা
আজকের ঢাকা।

স্টাফ রিপোর্টার ।। 

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা কমে গিয়ে আজ শনিবার সকাল থেকে দেখা গেছে রোদের ঝলমল। এর ফলে শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে রাজধানীতে তাপমাত্রা সামান্য কমেছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় ০.৬ ডিগ্রি কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আবহাওয়া কমবেশি এমনই থাকতে পারে। তবে এরপর রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, যা পরে তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ৮.৩° ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ার তাপমাত্রা ১ ডিগ্রির বেশি বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দেশের বেশির ভাগ অঞ্চলেই গত তিন দিন ধরে চলা ঘন কুয়াশা অনেকটা কমে গেছে। শৈত্যপ্রবাহের বিস্তৃতিও কমেছে। তবে মঙ্গলবারের পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, গত ডিসেম্বরে স্বাভাবিক শীত পড়েনি। বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপের কারণে মাসটিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তবে মাসের শেষ দিক থেকে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। এর সঙ্গে ঘন কুয়াশা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net