রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

মোবাইল-ব্যাগ নিজ দায়িত্বে রেখে পুলিশকে ‘সহায়তা’ করুন : ডিএমপি কমিশনার 

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি ঢাকায় ছিনতাই প্রবণতা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ঢাকাবাসী নিজেদের মোবাইল ও ব্যাগ নিরাপদে রাখার মাধ্যমে পুলিশকে ‘সহায়তা’ করতে পারে। বুধবার (৮ জানুয়ারি) ঢাকা ক্লাবে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, অধিকাংশ ছিনতাইয়ের ঘটনায় মোবাইল ফোন ছিনতাই হয়। বিশেষ করে বাস বা প্রাইভেটকারে কথা বলার সময় মোবাইল নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইকারীরা খালি পায়ে বা হালকা জুতো পরে দৌড়ায়, যা ভারী বুট ও অস্ত্রসজ্জিত পুলিশ সদস্যদের পক্ষে মোকাবিলা করা কঠিন।

ডিএমপি সম্প্রতি বিশেষ অভিযান শুরু করেছে। প্রথম ২৪ ঘণ্টায় ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি কমিশনার জানান, দিন-রাত টহল বাড়ানো হয়েছে এবং ডিবিকেও এ কাজে নিয়োজিত করা হয়েছে।

কমিশনার বলেন, ঢাকায় বেকারত্ব এবং সামাজিক সমস্যাগুলো পুলিশের ওপর চাপ সৃষ্টি করছে। রাজপথে বিক্ষোভ ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আরও নাজুক করে তুলছে। তিনি আন্দোলনের জন্য বিকল্প স্থান ব্যবহারের আহ্বান জানান।

তিনি জানান, ডিএমপির সদস্যদের আচরণে পরিবর্তন আনতে নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে পুলিশের সেবার মান আরও উন্নত হবে বলে আশ্বাস দেন।

ডিএমপি কমিশনার বলেন, সীমিত সংখ্যক পুলিশ দিয়ে সব সমস্যার সমাধান করা কঠিন। তবে সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net