রংপুর প্রতিনিধি ।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তবে তিনি জানান, এনসিপি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
শুক্রবার রংপুর নগরের কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রংপুর জেলার নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করতে সাংগঠনিক সফরে তিনি সেখানে আসেন।
সারজিস আলম বলেন, ‘আমাদের রাজনৈতিক দল এনসিপি গঠনের মাত্র এক মাস হয়েছে। স্বাভাবিকভাবেই এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে। ফলে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া কঠিন হলেও আমরা প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘এক যুগ ধরে গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা ও রাতের আঁধারে ভোট কারচুপি করে নির্বাচিত হওয়ার মধ্যে সীমাবদ্ধ। আমরা চাই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে, যাতে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হয়।’
সারজিস আলম জানান, ঈদের পর এনসিপির সংগঠকেরা সারা দেশের জেলাগুলোতে সাংগঠনিক সফর করবেন। তিনি বলেন, ‘আমরা প্রতিটি অলিগলি ও বাড়িতে গিয়ে জনগণের সঙ্গে কথা বলব, আমাদের স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরব এবং তাদের চাহিদা জানার চেষ্টা করব।’
এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক রহমত আলী, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদসহ এনসিপি ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।