রবিবার, মার্চ ১৬, ২০২৫

প্রতিদিন ৪-৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস

by ঢাকাবার্তা
Saudi Arab arrests peoples for posting against Israel

স্টাফ রিপোর্টার ।। 

ঢাকা, বারিধারা: ঢাকাস্থ সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম জানিয়েছেন, সৌদি আরব বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার কার্যক্রম অব্যাহত রাখবে। বর্তমানে প্রতিদিন ৪-৬ হাজার ভিসা প্রদান করছে সৌদি দূতাবাস।

রবিবার (১৫ ডিসেম্বর) এক সাংবাদিক সম্মেলনে তিনি এ নিশ্চয়তা দেন। এই সম্মেলন আয়োজন করা হয়েছিল ৩৭২ টন কোরবানির গোশত বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য হস্তান্তর উপলক্ষে। এই উদ্যোগটি সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে বাংলাদেশিদের প্রতি সৌদি সরকারের আন্তরিকতার প্রতীক বলে উল্লেখ করা হয়।

হজ নিবন্ধনে সাড়া কম

২০২৫ সালের হজ নিবন্ধন শেষে এখনও অর্ধেকের বেশি কোটা ফাঁকা রয়ে গেছে। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের নিবন্ধন বাড়াতে বিমানের ভাড়া কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করেছে। এবছর তিন দফা সময় বাড়ানো সত্ত্বেও নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি।

ভবিষ্যৎ কর্মসংস্থান ও সৌদি প্রকল্প

‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরব মেগা প্রকল্প হাতে নিয়েছে, যা বিপুল জনশক্তি চাহিদা সৃষ্টি করবে। বাংলাদেশের কর্মীরা এই প্রকল্পে বড় সুযোগ পেতে পারে।

সৌদি আরবের এই মানবিক সহায়তা এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net