বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ইশরাক হোসেনের মেয়র পদে শপথে আর বাধা নেই

মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট

by ঢাকাবার্তা
ইশরাক হোসেন । ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তাঁর শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত গতকাল বুধবার রিটের ওপর শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ। তিনি গত ১৩ মে এই রিট করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং পরদিন ২ ফেব্রুয়ারি ইসি ফলের গেজেট প্রকাশ করে। এরপর তাপস শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন।

তবে নির্বাচন নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিলের দাবি জানিয়ে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে তাপসকে মেয়র ঘোষণার বৈধতা বাতিল করে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

এই রায়ের ভিত্তিতে গত ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে মেয়র হিসেবে তাঁর শপথের বিষয়ে ব্যবস্থা নিতে ইসি থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। তবে শপথ অনুষ্ঠান এখনো পর্যন্ত হয়নি।

এদিকে শপথে বিলম্ব ও সরকারি নীরবতার প্রতিবাদে ইশরাকের সমর্থকেরা ‘নগরবাসী’ ব্যানারে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন। তাঁরা সরকারের কাছে অবিলম্বে শপথ অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এই প্রেক্ষাপটে আদালতের রায় অনুসারে মেয়র পদে অধিষ্ঠিত হওয়ার পথ পরিষ্কার হলেও, বাস্তবায়ন নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে ইশরাকপন্থীদের।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net