ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশের গণমাধ্যমে প্রচলিত কিছু রীতিনীতি নিয়ে বিতর্ক সবসময়ই বিদ্যমান। বিশেষত, তথাকথিত ‘ডেস্ক রিপোর্ট’ নিয়ে সমাজে নানা ধরনের প্রশ্ন চলমান। সম্প্রতি, প্রখ্যাত সাংবাদিক ও অন্তর্বর্তী সরকারের উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এই বিষয়ে তার ফেসবুক পোস্টে সরাসরি মন্তব্য করেছেন, যা গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর আলোকপাত করে। আজাদ মজুমদারের পোস্ট হুবহু তুলে ধরা হলো —
ডেস্ক রিপোর্ট নামের অদ্ভুত একটা টার্ম চালু আছে বাংলাদেশের মিডিয়ায়, সোজা বাংলায় যার মানে ডেস্কে বসে তৈরি করা প্রতিবেদন। এগুলোকে রচনা কিংবা কল্প গাঁথাও বলা যায় অনায়াসে। কার্যত সাংবাদিকতার টার্মিনোলজিতে ডেস্ক রিপোর্ট বলে কোনো বস্তুর অস্তিত্ব নেই।
বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে এই বস্তু চোখেও পড়েনি। রিপোর্ট তৈরি করবে রিপোর্টার। সেটা হতে পারে পত্রিকা কিংবা টিভির নিজস্ব কেউ, তাদের স্থানীয় কিংবা আঞ্চলিক কোনো প্রতিনিধি, কিংবা তাদের সার্ভিস দেওয়া এজেন্সির কোনো রিপোর্টার বা ফ্রিল্যান্সার। ডেস্কের কাজ এই প্রতিবেদনগুলোর সম্পাদনাকীয় মান নিশ্চিত করা।
বাংলাদেশে সেটা না করে ডেস্ক থেকেই গল্প ফেঁদে বলা হয়। এই দেশে মিডিয়ায় প্রচারিত অধিকাংশ অপ্রত্যাশ্যের মূলেই আছে তথাকথিত এই ‘ডেস্ক রিপোর্ট’