শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে মেহগনিগাছ দ্বিখণ্ডিত

কোনো হতাহতের ঘটনা ঘটেনি, গাছ অপসারণের উদ্যোগ

by ঢাকাবার্তা
বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া মেহগনিগাছ। মঙ্গলবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে

পাবনা প্রতিনিধি ।।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি বিশাল মেহগনিগাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেন উৎসুক জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ায় অনেকেই গাছটি দেখতে ছুটে আসেন এবং ছবি তোলেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষক-শিক্ষার্থীরা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সবাই তখন শ্রেণিকক্ষ ও অফিসকক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে তারা গাছটি দ্বিখণ্ডিত অবস্থায় দেখতে পান।

দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা যায়, পদার্থবিজ্ঞান বিভাগের সামনে থাকা লম্বা মেহগনিগাছটি মাঝ বরাবর ফেটে গেছে। গাছটি উপরে সবুজ পাতায় ভরা ছিল এবং প্রায় ২০ ফুট পর্যন্ত কাণ্ড ফেটে খোলা হয়ে গেছে। তবে গাছে কোনো পোড়া দাগ দেখা যায়নি।

বৃষ্টির সময় কলেজ ক্যাম্পাসে পাতা কুড়াচ্ছিলেন পেছনের এলাকার বাসিন্দা মরিয়ম খাতুন। তিনি জানান, বৃষ্টি শুরু হলে তিনি পাশের বারান্দায় আশ্রয় নেন। এরপর বজ্রপাতের শব্দ পান এবং কিছুক্ষণ পর গাছটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়।

কলেজ অধ্যক্ষ মো. আবদুল আউয়াল মিয়া বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি বড় ধরনের ঘটনা। অনেক সময় শিক্ষার্থীরা গাছের নিচে আশ্রয় নেয়, অথচ তারা জানে না গাছ বজ্রপাত আকর্ষণ করতে পারে। এ বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি। ক্ষতিগ্রস্ত গাছটি থেকে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net