ডেস্ক রিপোর্ট ।।
ক্রিকেট বিশ্বের তিন মহারথী এক ফ্রেমে হাজির হয়েছেন। পাকিস্তানের সুইং কিং ও বিশ্ববিখ্যাত বোলার ওয়াসিম আকরাম তাঁর ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে দুই এশীয় ক্রিকেট মহাতারকা শচীন টেন্ডুলকার এবং জহির আব্বাসের সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে আছেন পাকিস্তানের অন্যতম সেরা উইকেটকিপার মঈন খান। ছবিটি তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল চ্যাম্পিয়ন লিগের আসরে।
ওয়াসিম আকরাম এই মুহূর্তটির ক্যাপশনে লিখেছেন, “এশিয়ার দুই গ্রেট শচীন টেন্ডুলকার ও জহির আব্বাসের সঙ্গে, এবং অবশ্যই পাকিস্তানের সেরা উইকেটকিপারদের একজন মঈন খানও আছেন আমাদের সঙ্গে।”
ছবিটি ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, কারণ এটি বিশ্ব ক্রিকেটের তিন প্রজন্মের সেরা খেলোয়াড়দের একত্রে উপস্থিতির স্মরণীয় মুহূর্তকে ধারণ করেছে। শচীন টেন্ডুলকার, জহির আব্বাস, এবং ওয়াসিম আকরাম—এই তিনজনই তাঁদের সময়ের সেরা খেলোয়াড় হিসেবে বিশ্বব্যাপী পরিচিত, এবং তাঁদের এই মিলন ক্রিকেটপ্রেমীদের জন্য এক অভূতপূর্ব দৃশ্য।
ছবিটি শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা কমেন্টে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।