স্টাফ রিপোর্টার ।।
রাজধানী ঢাকায় সোমবার ভোর থেকে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। সকাল পৌনে ছয়টা থেকে টানা এক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়, রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, নিউমার্কেট, জিগাতলা, আসাদগেটসহ ঢাকার বেশির ভাগ এলাকায় রাস্তায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক রাস্তায় রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে গেছে।

বৃষ্টির দিনে ঢাকা
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শামীমা নাসরিন জানান, কারওয়ান বাজারে অফিসে যেতে গিয়ে গ্রিনরোডে হাঁটুপানি পার হয়ে আসতে হয়েছে। আরেক কর্মজীবী শিপন আহম্মেদ বলেন, ফকিরাপুল ও মতিঝিল এলাকায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে যেতে হয়েছে। রাতের শিফট শেষে বাড়ি ফেরার পথে এস এম জারিফ দেখেছেন, জিগাতলা ও নিউমার্কেট এলাকায় পানি জমে স্কুলগামী শিক্ষার্থীরা ভিজে যাচ্ছে। অনেক বাবা-মাকে কোলে শিশু নিয়ে যেতে হয়েছে।
- সকাল পৌনে ছয়টা থেকে একটানা প্রবল বৃষ্টি ঢাকায়
- ধানমন্ডি, কলাবাগান, গ্রিনরোড, নিউমার্কেটসহ বেশির ভাগ এলাকায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি
- পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবীদের ভোগান্তি, রিকশার পাদানি পর্যন্ত পানি
- আবহাওয়া অধিদপ্তর: উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবেই বৃষ্টি
- উপকূলীয় এলাকায় আরও ভারি বর্ষণ ও ঝোড়ো বাতাসের আশঙ্কা
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল মধ্যরাত থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি জানান, শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চলসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে, আর উপকূলে বৃষ্টির মাত্রা বেশি। আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে উপকূলে ঝোড়ো হাওয়া ও ভারি বর্ষণ বাড়তে পারে।

অল্প বৃষ্টিতেই পথ ছেয়ে থাকে পানিতে
গত কয়েক দিন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড ভ্যাপসা গরম ও ঘোলাটে আকাশ ছিল। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে। সকাল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সেটিই এখন বাস্তবে ধরা দিয়েছে।