স্টাফ রিপোর্টার ।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে বিদ্বেষপূর্ণ বক্তব্য দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের প্রচার বন্ধে সরকারকে নির্দেশ দিয়েছে।
এছাড়া, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে সাক্ষী ও ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে বলে ট্রাইব্যুনাল উদ্বেগ প্রকাশ করেছে।
প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, আদেশটি ফেসবুক, ইউটিউব, এবং এক্স-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে পাঠানো হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। সেখান থেকেই তিনি বিভিন্ন বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন। এসব বক্তব্য বাংলাদেশে বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে এবং তা মোকাবিলায় ট্রাইব্যুনাল এই কঠোর পদক্ষেপ নেয়।