শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

মানুষের পাশ থেকে মানুষ সরে গেলে…

by ঢাকাবার্তা
সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় ।। 

মেয়ে আমেরিকায়। পড়ে গিয়ে মা দুদিন বাথরুমেই পড়ে থাকল? দুদিন পর প্রতিবেশী দরজা ভেঙে উদ্ধার করেছেন।

ভাবুন exactly কত ঘন্টা পর ছেলেমেয়েরা খোঁজ নেয় বাবা, মার? আমার জানা নেই। আপনারা যাঁদের ছেলেমেয়েরা বিদেশে থাকে বা কাছে থাকে না তারা কত ঘন্টায় একবার খোঁজ নেয় আপনাদের?

আপনারা ছেলেমেয়েদের কাছে নিজেদের জন্য আদর, ভালোবাসা, সঙ্গ, কেয়ার, অ্যাটেনশন ডিমান্ড করেন না?

যদি তা না করেন খুব ভুল করেন। সন্তানদের কাছে এগুলো চাইবেন। কেন চাইবেন না? মানুষের সমাজকে এভাবেই চলতে হবে। বাধ্য। দেখছেন না মানুষের পাশ থেকে মানুষ সরে গেলে সমাজ অসুস্থ হয়ে পড়ে? তাহলে পরিবারের ক্ষেত্রে অন্যথা হবে কেন? সন্তানদের ছাড় দেওয়া হবে কেন?

Demand করুন। কুঁকড়ে থাকবেন না। আর চরম আধুনিকতার নামে কেউ যখন বোঝাবে যে সন্তানদের মানুষ করে ভগবানের নামে বিসর্জন দিয়ে দিতে হয় for what good I don’t know, তাকে পাঁচ কথা শুনিয়ে দেবেন।

ফেসবুকে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের (পাবলিক) পোস্ট

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net