স্টাফ রিপোর্টার ।।
মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আজ বুধবার বিকেলে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নাহিদ ইসলাম বলেন, “আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার, গুণগত পরিবর্তনের জন্য কাজ করছি। কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না, সেটাও বিবেচনাধীন থাকবে।”
তিনি অভিযোগ করে বলেন, “বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে, প্রশাসন সেসব বিষয়ে নিশ্চুপ। প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে।”
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাস পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা বলেছেন, প্রাথমিকভাবে তারা তা সমর্থন করেন। তবে তিনি বলেন, “বিচার ও সংস্কার ছাড়া এই সময়সীমা মূল্যহীন। আমরা স্পষ্টভাবে বলেছি—বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন—এই তিনটি দাবি ছাড়া সামনে এগোনো যাবে না।”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই।” তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থনও চেয়েছেন তারা।
বৈঠকে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, অর্থনৈতিক অবস্থা এবং ক্ষমতায় গেলে এনসিপির করণীয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।