খেলা ডেস্ক।।
প্রথম টেস্ট, প্রথম দিন- সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৬৮ ওভারে প্রথম ইনিংসে ২৮০/১০ (রাজিথা ৬*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুনারত্নে ১৭, ম্যাথুজ ৫, চান্ডিমাল ৯, কামিন্দু ১০২, ধনাঞ্জয়া ১০২, প্রবাথ ১, ফার্নান্ডো ৯, কুমারা ০)
বাংলাদেশ: প্রথম ইনিংসে ১০ ওভারে ৩২/৩ (জয় ৯*, তাইজুল ০*, জাকির ৯, শান্ত ৫, মুমিনুল ৫; বিশ্ব ২/৯, রাজিথা ১/২০)
প্রথম দিন শেষে: শ্রীলঙ্কা ২৪৮ রানে এগিয়ে।
প্রথম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২৮০ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। ৩১ রানে টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন। ৩ উইকেটে ৩২ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা। এখনও শ্রীলঙ্কা ২৪৮ রানে এগিয়ে। টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। খালেদ আহমেদের তোপের মুখে পড়ে ৫৭ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।
এরপরই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ২০২ রানের জুটি গড়েন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনই সেঞ্চুরিও করেছেন। দুজনের ব্যাট থেকেই এসেছে সমান ১০২ রান। অভিষেকে বল হাতে নেওয়া নাহিদ রানা কামিন্দু ও ধনঞ্জয়াকে ফেরান। ৫ উইকেটে ২৫৯ রান করা শ্রীলঙ্কা আর দাঁড়াতে পারেনি। ২১ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।
জবাব দিতে নেমে ১১ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। বিশ্ব ফার্নান্ডোর জোড়া আঘাতে নাজমুল হোসেন শান্তও আউট হন। অষ্টম ওভারে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। মুমিনুল হককে শিকার করেন কাসুন রাজিথা। ৯ রানে অপরাজিত মাহমুদুল হাসান জয়ের সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নেমে ১ বল খেলে রানের খাতা খোলেননি তাইজুল ইসলাম।