বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

হুমায়রা হিমুর প্রেমিক জিয়াউদ্দিন গ্রেপ্তার

হুমায়রা হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে পুলিশ। তার মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য

by ঢাকাবার্তা ডেস্ক
হুমায়রা হিমুর প্রেমিক জিয়াউদ্দিন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক।।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আজ শুক্রবার র‍্যাব তাকে গ্রেপ্তারের তথ্য জানায়। তবে কখন কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে হুমায়রা হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে পুলিশ। তার মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। অভিনেত্রীর গলায় রশির দাগ পাওয়া গেছে।

উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদা খাতুন জানান, রাত ৮টার দিকে অভিনেত্রীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার গলায় রশির দাগ পাওয়া গেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোনসহ গায়েব হন জিয়াউদ্দিন।

 

আরও পড়ুন: নারীর বীরত্বগাথা নিয়ে আসছে দীপনের নতুন ছবি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net