স্টাফ রিপোর্টার ।।
ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ‘সম্প্রীতি ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। হানাহানি ও বিদ্বেষ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সেনাপ্রধান বলেন, ‘গৌতম বুদ্ধের অহিংসবাদ ও সম্প্রীতির নীতিতে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ভালোবাসাময়, হিংসামুক্ত দেশ গড়তে চাই।’ তিনি বলেন, ‘এই দেশ সবার—হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান। সবাই মিলেই আমরা সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে চাই।’

ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও তিন বাহিনী প্রধানগণ
চট্টগ্রামে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জেনারেল ওয়াকার বলেন, ‘বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে কাজ করেছি, কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশ নিয়েছি। পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনে যা কিছু প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত।’
সম্প্রীতি ভবনের ব্যয় ধরা হয়েছে ৬–৭ কোটি টাকা। সেনাপ্রধান জানিয়েছেন, ভবনের নির্মাণ কাজ এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।