শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

ওয়ার্নারের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার একই একাদশ

গত জুনে ওয়ার্নার বলেছিলেন, সিডনিতে জীবনের টেস্ট খেলতে চান। তার ইচ্ছা পূরণ হতে চলেছে। পাকিস্তানিদের হোয়াইটওয়াশ করে ৩৭ বছর বয়সীর বিদায় রাঙাতে চায় স্বাগতিকরা।

by ঢাকাবার্তা ডেস্ক
ওয়ার্নারের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার একই একাদশ

খেলা ডেস্ক।।

ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন ডেভিড ওয়ার্নার। সেখানে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলে ১২ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার। একই একাদশ নিয়ে তার বিদায়ী ম্যাচে খেলতে নামছে অজিরা।

গত জুনে ওয়ার্নার বলেছিলেন, সিডনিতে জীবনের টেস্ট খেলতে চান। তার ইচ্ছা পূরণ হতে চলেছে। পাকিস্তানিদের হোয়াইটওয়াশ করে ৩৭ বছর বয়সীর বিদায় রাঙাতে চায় স্বাগতিকরা। আগামী ৩ জানুয়ারির ম্যাচ নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘মেলবোর্ন থেকে সিডনিতে একই স্কোয়াড রেখে দিয়েছে জাতীয় নির্বাচক প্যানেল, কারণ আমরা টেস্ট সিরিজের শতভাগ সফল থাকতে চাই।’

 

তিনি আরও বলেন, ‘ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট ম্যাচ ও তার অসাধারণ ক্যারিয়ার তারই মাঠে উদযাপনে আমরা মুখিয়ে আছি।’ টেস্টে রানখরার কারণে ফর্ম নিয়ে প্রশ্নবিদ্ধ ছিলেন ওয়ার্নার। তবে পার্থে প্রথম টেস্টে শুরুর ইনিংসে ১৬৪ রানে সমালোচকদের মুখ বন্ধ করে দেন তিনি। ওই ম্যাচটি অস্ট্রেলিয়া জেতে ৩৬০ রানে।

তারপর গত সপ্তাহে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে প্যাট কামিন্সের ম্যাচসেরা পারফরম্যান্সে ৭৯ রানে জিতে যায় অস্ট্রেলিয়া। তারা ২-০ তে সিরিজ নিশ্চিত করে। এটি অস্ট্রেলিয়ানদের ঘরের মাঠে টানা চতুর্থ সিরিজ জয়। কামিন্স নেতৃত্ব নেওয়ার পর থেকে ১২টির মধ্যে ১০টি টেস্ট জিতেছে অজিরা।

 

আরও পড়ুন: কামিন্সের আগুন বোলিংয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে সিরিজ অস্ট্রেলিয়ার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net