রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র মনজুর

তিনি বলেন, ‘এলাকার মানুষের অনুরোধে আমার বাবা এবার চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

by ঢাকাবার্তা ডেস্ক
চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র মনজুর

নির্বাচন ডেস্ক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন মনজুর আলমের ছেলে এবং মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম।

তিনি বলেন, ‘এলাকার মানুষের অনুরোধে আমার বাবা এবার চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।’সরওয়ার আলম আরও বলেন, ‘আমার বাবা ১৭ বছর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। তিন বছর ভারপ্রাপ্ত মেয়র ছিলেন এবং ২০১০-১৫ সাল পর্যন্ত চসিকের মেয়র ছিলেন। এ ছাড়া মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসেন আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালসহ শতাধিক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।’

 

এম মনজুর আলম দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা আবদুল হাকিম কন্ট্রাকটর ছিলেন পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্যও ছিলেন।

মনজুর আলম ২০১০ সালের ১৭ জুন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন। পরে তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়। এরপর ২০১৫ সালের ২৮ এপ্রিল দ্বিতীয়বার বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট শুরুর মাত্র তিন ঘণ্টার মধ্যে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন মনজুর আলম। একই সময় তিনি রাজনীতি ছাড়ারও ঘোষণা দেন।

 

রাজনীতি ছাড়ার দীর্ঘ ৮ বছর পর আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মনজুর আলম। এ প্রসঙ্গে মনজুর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার সংসদীয় আসনে ৮টি ওয়ার্ডের মধ্যে অনেক ওয়ার্ড এখনও অবহেলিত। যখন মেয়র ছিলাম তখন অনেক কাজ করেছি। যদি ভবিষ্যতে সুযোগ পাই তাহলে অবশিষ্ট কাজ করবো। আমার লক্ষ্য হচ্ছে উন্নয়ন করা।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net