স্টাফ রিপোর্টার ।।
আগামী ডিসেম্বর মাসে বাংলা একাডেমির আয়োজনে অমর একুশের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষে বইমেলার আয়োজন করতে হবে। সেই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মতামতের ভিত্তিতে আগে ঘোষিত তারিখ আপাতত স্থগিত করা হলো।
এর আগে ২০২৬ সালের অমর একুশের বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘোষিত এই সময়সূচি অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এখন আর সে পরিকল্পনা অনুযায়ী মেলা আয়োজন সম্ভব হচ্ছে না।
আজ সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ডিসেম্বরে মেলার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন পরিস্থিতির কারণে সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে অমর একুশের বইমেলার নতুন সময়সূচি নির্ধারণ করা হবে। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি অনুকূলে এলে মেলা আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা হবে।