শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

পোশাক রপ্তানি বন্ধে আমেরিকা-ইউরোপের পাঁয়তারা বাস্তবায়ন হবে না: বাণিজ্যমন্ত্রী

বুধবার সকালে রংপুরের পীরগাছায় নিজ সংসদীয় আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি

by ঢাকাবার্তা ডেস্ক
পোশাক রপ্তানি বন্ধে আমেরিকা-ইউরোপের পাঁয়তারা বাস্তবায়ন হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য ডেস্ক।।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রাজনীতি ও ব্যবসা আলাদা জিনিস। আমেরিকা-ইউরোপ মিলে পোশাক রপ্তানি বন্ধে যে পাঁয়তারা করছে, তা বাস্তবায়ন হবে না। এই দুটি দেশ এমন কিছু করবে না, যার প্রভাব বাংলাদেশের পোশাক শিল্পে পড়ে।

বুধবার সকালে রংপুরের পীরগাছায় নিজ সংসদীয় আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বাজারে চিনির দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি আমদানিতে কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। উৎপাদনও নেই দেশীয় চিনির। ভারতীয় চিনি আমদানিও বন্ধ। সেই কারণে আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই।

বৈশ্বিক প্রেক্ষাপটে আমদানি নির্ভর জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে তবে বাজার নিয়ন্ত্রণে সরকার সার্বিকভাবে চেষ্টা করছে বলেও জানান তিনি।প

আগামী নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে টিপু মুনশি বলেন, ১৫ বছর ক্ষমতায় থেকে দেশকে আধুনিক ও উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ। যার কারণে সারা দেশের মানুষ আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ অধির আগ্রহ নিয়ে নৌকায় ভোট দেওয়ার অপেক্ষায় আছে।

 

আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ২ মাস বাড়লো

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net