মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

by ঢাকাবার্তা
লুৎফে সিদ্দিকী

স্টাফ রিপোর্টার ।। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক লুৎফে সিদ্দিকী। আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালে লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি (NUS)-এর অ্যাডজান্ট প্রফেসর এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর ভিজিটিং প্রফেসর-ইন-প্র্যাকটিস হিসেবে কর্মরত। তার একাডেমিক কাজ মূলত গ্লোবাল ফাইন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, এবং জননীতির উপর কেন্দ্রীভূত।

একাডেমিক জগতে প্রবেশের আগে, প্রফেসর সিদ্দিকী গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোতে উচ্চপদস্থ অবস্থানে কর্মরত ছিলেন। তিনি ইউবিএস (UBS) এবং বার্কলেস (Barclays)-এর মতো প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কিত পদে কাজ করেছেন।

অধ্যাপক লুৎফে সিদ্দিকী

অধ্যাপক লুৎফে সিদ্দিকী

প্রফেসর সিদ্দিকী গ্লোবাল ফাইন্যান্স এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং তিনি প্রায়শই গ্লোবাল ফোরামে বক্তৃতা দেন ও অর্থনৈতিক নীতির উপর পরামর্শ প্রদান করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক থিংক ট্যাংক এবং অর্থনীতি সম্পর্কিত সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।

তিনি ফাইন্যান্সিয়াল শিক্ষা ও নীতির ক্ষেত্রে তার অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন এবং বিভিন্ন পরামর্শদাতা ভূমিকায় নিয়োজিত। এছাড়া, তিনি গ্লোবাল ফাইন্যান্স, ঝুঁকি এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলিতে লিখেন এবং বক্তৃতা দেন।

অধ্যাপক লুৎফে সিদ্দিকী

অধ্যাপক লুৎফে সিদ্দিকী

প্রফেসর সিদ্দিকী বিশ্বের বিখ্যাত প্রতিষ্ঠানগুলো থেকে ডিগ্রি অর্জন করেছেন, যা তার ফাইন্যান্স এবং একাডেমিক ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করেছে।

উল্লেখ্য যে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net