শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

ভোট শেষ, চলছে গণনা

কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে ফল ঘোষণা করবেন প্রিসাইডিং অফিসার। পরে লিখিত ফল পাঠিয়ে দেবেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে

by ঢাকাবার্তা ডেস্ক
ভোট শেষ, চলছে গণনা

নির্বাচন ডেস্ক।।

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ। বিচ্ছিন্ন কিছু বিশৃঙ্খলার ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার অপেক্ষা ভোট গণনার। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে ফল ঘোষণা করবেন প্রিসাইডিং অফিসার। পরে লিখিত ফল পাঠিয়ে দেবেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

সারা দেশে একযোগে সকাল ৮টায় ভোট নেওয়া শুরু হয়। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোটার উপস্থিতিও কিছুটা বাড়ে। বিরতি ছাড়াই ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। দেশের ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হওয়ায় বিধি অনুযায়ী ভোট স্থগিত করে ইসি।বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনের বর্জনের পাশাপাশি ভোটের আগের দিন থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে।

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনের বর্জনের পাশাপাশি ভোটের আগের দিন থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে।ঢাকাবার্তা।

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনের বর্জনের পাশাপাশি ভোটের আগের দিন থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে।ঢাকাবার্তা।

 

দেশের ২৯৯ আসনের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে স্থগিত হয়েছে সাতটি। আর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা সারা দেশে গড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগের দিন দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ভোটকেন্দ্রে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। কিছু কেন্দ্রে জালভোটের অভিযোগও ওঠে। তবে সার্বিকভাবে নির্বাচনকে শান্তিপূর্ণ বলে অভিহিত করেছে নির্বাচন কমিশন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন।। ঢাকাবার্তা।।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন।। ঢাকাবার্তা।।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। সকালে মুন্সিগঞ্জে একটি ভোটকেন্দ্রের বাইরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

রাজধানীর অন্তত তিনটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চার জন। এর মধ্যে ভোট শুরুর আগে সকাল ৭টার দিকে করাতিটোলা এলাকার চান মিয়া সরদার (সিএমএস) মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মো. অন্তর (২২) নামে এক আনসার সদস্য আহত হন। পরে সকাল ১০টার দিকে খিলক্ষেতে অন্বেষণ স্কুল কেন্দ্রের বাইরে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এছাড়াও বেলা ১২টার দিকে হাজারীবাগে ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া যায়।

এদিকে বেলা ১১টার দিকে জামালপুরের সরিষাবাড়ীতে একটি ভোটকেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

 

আরও পড়ুন: সারা দেশে ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭.১৫%

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net