বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

মোর্শেদার লড়াইয়ে ১১৯ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ

মোর্শেদা খাতুনের হাফ সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ দল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সংগ্রহ করতে পারে ১১৯ রান। ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ১২০ রান। 

by ঢাকাবার্তা ডেস্ক
India vs Bangladesh ODI Cricket match

মোত্তাকিন মুন,ঢাকা:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। তারপরও ভালোই খেলছিলেন সোবহানা মোস্তারি ও মোর্শেদা খাতুন। ব্যাটিং ব্যর্থতার সেই পুরোনো ‘রোগ’ থেকে নিজেদের এখনও মুক্ত করতে পারেনি। তাতে স্কোরবোর্ডে যথেষ্ট রানও পায়নি নিগার সুলতানা জ্যোতিরা। মোর্শেদা খাতুনের হাফ সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ দল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সংগ্রহ করতে পারে ১১৯ রান। ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ১২০ রান।

৬ষ্ঠ ওভারে দ্বিতীয় উইকেট  হারায় বাংলাদেশ।  বলের লেংথ মিস করে খেলতে গিয়ে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন লম্বা সময় ধরে অফফর্মে থাকা সোবাহানা। আজ ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলে আউট হন তিনি। প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও বাংলাদেশ স্কোরবোর্ডে তুলতে পারে ৪৩ রান।

সোবাহানার আউটের পর অধিনায়ক জ্যোতি ক্রিজে নামেন। আগের ম্যাচে লড়াকু হাফসেঞ্চুরির পর তার কাছে বড় প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন তিনি। রাদা যাদবের ঘূর্ণিতে ১১ বলে ৬ রান তুলে এলবিডাব্লিউর শিকার হন বাংলাদেশের অধিনায়ক। এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মোর্শেদা।  ১১তম ওভারের বৃষ্টিও হানা দেয় ম্যাচে।

তার পর ৬ষ্ঠ উইকেটে রিতু মনিকে সঙ্গে নিয়ে ৩২ রানের জুটি গড়েন মোর্শেদা। রিতু ১৮ বলে ২ চারে ২০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।  তখন স্কোর একশ ছাড়িয়েছে।

১৮ ওভারে বাংলাদশের সংগ্রহ দাঁড়ায় ১১৪ রান। কিন্তু শেষ দুই ওভারে রানই তুলতে পারেনি ব্যাটারা। ৪৯তম ওভারের প্রথম বলে রান আউট হলে কাটা পড়েন মোর্শেদা।  দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। শেষ পাঁচ বল মোকাবেলা করেন ফারিয়া ইসলাম। একটি রানও তিনি নিতে পারেননি। শেষ দুই ওভারের ব্যর্থতায় সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস গিয়ে থামে ১১৯ রানে।

ভারতের বোলারদের মধ্যে রাধা যাদব ১৯ রানে তিন উইকেট নিয়ে দলের সেরা বোলার। এছাড়া দিপ্তী শর্মা ও শ্রেয়াঙ্কা পাতিল প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন পূজা বস্ত্রাকার।
আরও পড়ুন: ডিপিএলে নারী আম্পায়ারে অনীহা প্রসঙ্গে যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net