রবিবার, আগস্ট ৩, ২০২৫

রাঙামাটিতে জামানত হারালেন হাফেজ মিজান

by ঢাকাবার্তা
হাফেজ মিজানুর রহমান

রাঙামাটি প্রতিনিধি ।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে জামানত হারিয়েছে তৃণমূল বিএনপির হাফেজ মিজানুর রহমান। সোনালী আঁশ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৬৯৩ ভোট।

রাঙামাটি আসনে মোট ৩ জন প্রার্থী অংশ নিলেও দুইজনই হারিয়েছেন জামানত। জামানত হারানো দুই প্রার্থীর অপরজন সাংস্কৃতিক মুক্তিজোট সমর্থিত অমর কুমার দে। মোট ২১৩টি কেন্দ্রে তিনি ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৬৫ ভোট।

রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খানের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, নির্বাচনে রাঙামাটি আসনে  এবং মিজানুর রহমান সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৯৩ ভোট।

এ আসনে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৫০৪ ভোট। ফল ঘোষণার পর অমর কুমার দে ভোটে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোটের দাবি জানান।

উল্লেখ্য যে, কোনো আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net