বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

‘শামির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করবেন না’, মুম্বইকে বললো দিল্লি পুলিশ

শামির বিরুদ্ধে অভিযোগ দায়ের কিংবা তাকে আটক করা যাবে কি না, দিল্লি পুলিশের এই প্রশ্নে দেবেন লিখেছেন, ‘একদমই নয়। আত্মরক্ষা অধিকার আইনের আওতায় তাকে কোনোভাবেই আটক করা যায় না।

by ঢাকাবার্তা ডেস্ক
‘শামির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করবেন না’, মুম্বইকে বললো দিল্লি পুলিশ

খেলা ডেস্ক।।

সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে ভারতকে ফাইনালে তুলেছেন মোহাম্মদ শামি। শামির বিধ্বংসী বোলিং গোটা ভারতকেই গর্বিত করেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক যোগাযোগামাধ্যমে ৩৩ বছর বয়সী পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন। এবার তাকে নিয়ে ‘মিম যুদ্ধে’ মজেছে ভারতের বৃহত্তম দুই শহর মুম্বই ও দিল্লির পুলিশ। পরে তাতে যোগ দিয়েছে বিশ্বকাপ ফাইনালের শহর আহমেদাবাদের পুলিশও। তিন শহরের পুলিশের একের পর এক পোস্টে নেট-দুনিয়ায় শোরগোল পড়েছে।

শুরুটা করেছে ভারতের রাজধানী দিল্লির পুলিশ। শামি সেমিফাইনালে যে শহরে বল হাতে তোপ দেখিয়েছেন, সেই মুম্বই পুলিশকে উদ্দেশ্য করে লিখেছে, ‘আশা করি হামলা চালানোয় (নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী বোলিং করায়) আপনারা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না।’

সঙ্গে সঙ্গে উত্তর দেয় মুম্বই পুলিশ। তারা লেখে, ‘আরে, আপনারা তো অসংখ্য মানুষের হৃদয় চুরির অভিযোগ আনার কথা ভুলেই গেছেন। শুধু মোহাম্মদ শামিই নয়, আরও দুজন এ অপরাধে যুক্ত।’ শামি ছাড়া বাকি দুজন বলতে হয়তো বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে বোঝাতে চেয়েছে মুম্বই পুলিশ। সেমিফাইনালে দু’জনই সেঞ্চুরি করেছেন। পুরো লেখাটিতেই যে রসিকতা করা হয়েছে, পোস্টের শেষে মুম্বই পুলিশ এও জানিয়েছে।

 

তারা লিখেছে  ‘প্রিয় নাগরিকগণ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে দুই রাজ্যের পুলিশ ভারতীয় দণ্ডবিধি সম্পর্কে অবগত। আর আপনাদের উপস্থিত বুদ্ধিতেও আমাদের সম্পূর্ণরূপে আস্থা রয়েছে।’এই ট্রেন্ডে গা  ভাসিয়েছেন মুম্বই পুলিশের স্পেশাল কমিশনার দেবেন ভারতীয়। শামির বিরুদ্ধে অভিযোগ দায়ের কিংবা তাকে আটক করা যাবে কি না, দিল্লি পুলিশের এই প্রশ্নে দেবেন লিখেছেন, ‘একদমই নয়। আত্মরক্ষা অধিকার আইনের আওতায় তাকে কোনোভাবেই আটক করা যায় না।’

মিমের লড়াইয়ে পিছিয়ে নেই আহমেদাবাদ পুলিশও। আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। মুম্বই পুলিশ আহমেদাবাদ পুলিশের অফিশিয়াল পেজ ট্যাগ করে লেখে, ‘বিজয় রথে চড়তে তোমরা প্রস্তুত তো? এবার ফাইনালের অপেক্ষা। আহমেদাবাদের পথে রওনা দিয়েছে সেটি।’ এর উত্তরে আহমেদাবাদ পুলিশ লেখে, ‘আমরা প্রস্তুত।’

ভারতের তিন শহরের পুলিশের এই রসিকতায় সাধারণ মানুষও যোগ দিয়েছে। একজন লিখেছেন, ‘শামিকে ১৯শে নভেম্বর পর্যন্ত রেহাই দিন। তার আরেকটি বড় ডাকাতি করা বাকি আছে।’ আরেকজন লিখেছেন, ‘হাস্যরসের সর্বোচ্চ পর্যায়।’

 

আরও পড়ুন: ফাইনালে যেতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২১৩ রান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net