সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

সুদানের বিরোধপূর্ণ অঞ্চলে বন্দুক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষীসহ নিহত ৩২

দক্ষিণ সুদানের রেডিও স্টেশন আই রেডিও তথ্যমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, হামলায় ৩২ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন

by ঢাকাবার্তা ডেস্ক
সুদানের বিরোধপূর্ণ অঞ্চলে বন্দুক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষীসহ নিহত ৩২

বিদেশ ডেস্ক।।

দক্ষিণ সুদানের রেডিও স্টেশন আই রেডিও তথ্যমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, হামলায় ৩২ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে  জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-এর এক শান্তিরক্ষীও রয়েছেন। মন্ত্রী আরও বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ইউএনআইএসএফএ-এর শান্তিরক্ষীরা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ২০০৫ সালে সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করার পর থেকেই তেল-সমৃদ্ধ অ্যাবেই অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তাই ওই বছরই সীমান্তে উত্তেজনা নিরীক্ষণ, মানবিক সহায়তা সরবরাহ এবং বেসামরিক ও সাহায্য কর্মীদের সুরক্ষার সুবিধার্থে দক্ষিণ সুদান  জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনআইএসএফএ প্রতিষ্ঠা করে।

জাতিসংঘ বলেছে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সুদানের সামরিক সরকারের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে। অঞ্চলটিতে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সুদান এবং প্রতিবেশী দেশেগুলোতে বাস্তুচ্যুত হয়েছে আরও লাখ লাখ মানুষ।

 

আরও পড়ুন: ভারতের উত্তর প্রদেশে নিষিদ্ধ হলো ‘হালাল’ পণ্য

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net